Pages

Thursday, March 6, 2014

হজ্জ্ব এর ছবি: ঈমানদারদের জন্য প্রাণজুড়ানো ছবি- দেখুন প্লীজ

হজ্জ্ব  এর ছবি: ঈমানদারদের জন্য প্রাণজুড়ানো ছবি- দেখুন প্লীজ

হজ্বের ছবিগুলো আমার কাছে খুবই ভাল লেগেছে তাই সবার সাথে শেয়ার করলাম । ২০১০ সালের হজ্জ্ব  এর ছবি । সেই বছর রেকর্ড সংখ্যক হজ্জ যাত্রী হজ্জ্ব করতে গিয়েছিলেন যা ছিল অপ্রত্যাশিত । ৩.৪ মিলিয়ন হজ্জ্বযাত্রী ৫দিন ধরে হজ্জ্ব পালন করেন ।

১। প্রার্থনারত অবস্থায় আল নূর পর্বতের উপরে একজন হজ্জ্বযাত্রী  ।

২। সৌদি আরব এর পবিত্র শহর মক্কা নগরীর নূর পর্বতের উপরে থেকে তোলা একটি অসাধারণ দৃশ্য ।
৩। জাবালে নূর: সৌদি আরবের মক্কা আল-মুকাররমার অন্যতম একটি ঐতিহাসিক পাহাড়। এটি ক্বাবা ঘরের উত্তর-পূর্বে অবস্থিত। এটি ঐতিহাসিক গুরুত্ব লাভ করার কারণ হচ্ছে, নবী মুহাম্মদ এ পাহাড়ের গুহায় আল্লাহর ইবাদত করেন এবং প্রথম ওহী লাভ করেন
মানুষ হেরা গুহায় প্রবেশ করছে

৪। একজন হজ্জযাত্রী তছবী পড়ছেন ।

৫। 

৬।


৭।হাজার হাজার হজ্জ্বযাত্রীদের জন্য  ঘনবসতিপূর্ণ তাঁবু  যা মক্কার কাছাকাছি মিনায় অবস্থিত ।


৮। মুসলিম হজ্জ্বযাত্রীরা সৌদি আরবের মক্কায় অবস্থিত বৃহত্তর মসজিদের বাইরে নির্মিত রাস্তায় হেটে যাচ্ছেন ।  
http://i.imgur.com/o5AJX.jpg

৯। আরাফাত পর্বতের পাথুরে পাহাড় মুসলিম হজ্জ্বযাত্রীদের যেতে দেখা যাচ্ছে ।  
http://i.imgur.com/TPhb8.jpg

১০। হাজার হাজার হজ্জ্বযাত্রীদের  মাঝখানে একটি অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে সৌদি পবিত্র শহর মক্কা এর দক্ষিণপূর্ব, আরাফাত পর্বতের নিকট নামিরা নামক মসজিদে। মহানবী (সা: ) এখানেই বিদায় হজ্জ্বের ভাষণ দিয়েছিলেন । এই দিনে হজ্জ্বযাত্রীরা কুরআন পাঠ করেন ।
http://i.imgur.com/Kga7I.jpg 

১১। সৌদি আরবের মক্কা কাছাকাছি নামিরা মসজিদের বাইরে মুসলিম হজ্জ্বযাত্রীরা প্রার্থনারত অবস্থায়
http://i.imgur.com/2KXIB.jpg

১২। হজ্জযাত্রীরা নামিরা নামক মসজিদে নামায আদায় করছেন । 
http://i.imgur.com/WToLC.jpg

১৩। একজন মুসলিম পুরুষ নূর পর্বতের উপর হেরা গুহা পরিদর্শন করছেন ।  
http://i.imgur.com/iAbLY.jpg

১৪। পবিত্র মক্কা শহরের বাইরে আরাফাত পর্বতের উপর একজন হজ্জ্বযাত্রী তার কন্যাকে কোলে নিয়ে যাচ্ছেন ।  
http://i.imgur.com/xYTRv.jpg

১৫। সৌদি আরব,মক্কার কাছাকাছি আরাফাত পর্বতের পাশে হজ্জ্বযাত্রীরা প্রার্থনায়রত ।
http://i.imgur.com/ySqwl.jpg 

১৬।  সৌদি আরব,মক্কার কাছাকাছি আরাফাত পর্বতে আরোহন করছেন হজ্জ্বযাত্রীরা
http://i.imgur.com/Sg5P1.jpg

১৭। একজন হজ্জ্বযাত্রী আল নূর পর্বতের উপর কুরআন পাঠ করছেন ।  
http://i.imgur.com/NSQpS.jpg

১৮। হজ্জ্বযাত্রীরা মক্কার কাছাকাছি মিনাতে বিশ্রাম নিচ্ছেন  ।  
http://i.imgur.com/zwyHN.jpg

১৯। জাবাল আল রাহমা নামক খুঁটিতে মাথা ঠেকিয়ে বিশ্রাম নিচ্ছেন একজন হজ্জ্বযাত্রী ।  
http://i.imgur.com/LdDZX.jpg





২০। জাবাল আল রাহমা স্তম্ভে হজ্জ্বযাত্রীরা স্পর্শ এবং লিখছেন ।
http://i.imgur.com/46bsZ.jpg 

২১। আরাফাত পর্বতের উপর হজ্জ্বযাত্রীর নামায আদায় করছেন ।
http://i.imgur.com/s8jr9.jpg

২২। সূর্যাস্তের সময় একজন মুসলিম পুরুষ আরাফাত পর্বতের উপর প্রার্থনা করছেন 
http://i.imgur.com/SH88J.jpg

২৩। নূর পর্বতের উপরে দাড়িয়ে একজন মুসলিম কোথায় হেরা গুহা তা দেখছেন ।  
http://i.imgur.com/GN1IC.jpg

২৪। আবরাজ আল বাঈত টাওয়ার উপর হতে বৃহত্তর মসজিদ এবং  চার মুখবিশিষ্ট ঘড়ি দেখা যাচ্ছে  
http://i.imgur.com/p1wyd.jpg

২৫। সদ্য সমাপ্ত আবরাজ আল বাইত টাওয়ারস এর উপরে বৃহদায়তন নতুন ঘড়ি । 
http://i.imgur.com/pM0JK.jpg 

২৬। বৃহত্তর মসজিদের কেন্দ্রে মুসলিম হজ্জ্বযাত্রীদের বৃত্ত  
http://i.imgur.com/nfx2U.jpg

২৭। কেন্দ্রীয় মসজিদের ভেতরে সহস্রাধিক মুসলিম হজ্জ্বযাত্রী নামাযরত অবস্থায়  
http://i.imgur.com/1yNqo.jpg

২৮। শুক্রবারে কেন্দ্রীয় মসজিদের সামনে হজ্জ্বযাত্রীদের নামাযের একাংশ ।  
http://i.imgur.com/X3ApU.jpg

২৯। ছায়া এবং সূর্যরশ্মি, হাজার হাজার মুসলিম হজ্জ্বযাত্রীদের মসজিদের ভেতরে প্রার্থনারত অবস্থায়
http://i.imgur.com/qgygl.jpg  

৩০। কাবার চারপাশে হাটার কাজ সম্পাদন করে হজ্জ্বযাত্রীরা কাবা শরীফের সোনার দরজা স্পর্শ করছেন 
http://i.imgur.com/bdWt8.jpg

। একজন মুসলিম হ্জ্জ্বযাত্রী নূর পর্বতের উপরে প্রার্থনায়রত ।
http://i.imgur.com/KCnup.jpg

৩২। কাবার মসজিদের উপরের তলায় প্রাথৃনারত অবস্থায় একজন হাজ্জী
http://quransunnahralodotcom.files.wordpress.com/2013/09/shuaib_dua.jpg



৩৫।হজ্জ্বে বিভিন্ন স্থানে দোয়ারত কিছু ছবি নীচে দেয়া হল:

Hajj 2013

Hajj 2013









































































Source: http://forum.projanmo.com and others
বিঃ দ্রঃ - উপরের ছবিগুলো দেখুন- এখানে অনেকগুলো ছবিই দোয়ারত। যারা বলে “আমরা হজ্জ্বে গেছি-সেখানে দোয়া নাই” তারা যে সঠিক বলে না তা বলাই বাহুল্য। 

4 comments:

  1. যে দোয়া পড়ে না সে তো মুসলমান না । মুহাম্মদ (সঃ) যেভাবে যেস্থানে দোয়া পরেছেন আমাদেরকে তাই করতে হবে। রাসুল (সঃ) বিদায় হজ্জের ভাষণ শেষে হাত তুলে মুনাজাত করেননি এমনকি ফরয় সালাতে দু'হাত তুলে মুনাজাত করেননি।

    ReplyDelete
    Replies
    1. ফরয় সালাতে দু'হাত তুলে মুনাজাত করেননি। - একথা সঠিক না। এর পক্ষে একটা প্রমাণ দেন। দোয়া করার পক্ষে অনেক সহীহ হাদীস আছে। এই ব্লগটি দেখুন প্লীজ: http://duabd.blogspot.com/

      Delete
    2. যারা বলে “আমরা হজ্জ্বে গেছি-সেখানে দোয়া নাই” তারা যে সঠিক বলে না তা বলাই বাহুল্য।

      Delete
  2. ফরয় সালাতে দু'হাত তুলে মুনাজাত করেননি। - একথা সঠিক না। এর পক্ষে একটা প্রমাণ দেন। দোয়া করার পক্ষে অনেক সহীহ হাদীস আছে। এই ব্লগটি দেখুন প্লীজ: http://duabd.blogspot.com/

    ReplyDelete