Pages

Friday, March 28, 2014

হজ্জ্বের মাসলা-মাসায়েল, এক নজরে হজ্জ্বের চিত্র এবং মদিনার মানচিত্র

হজ্জ্বের মাসলা-মাসায়েল, এক নজরে হজ্জ্বের চিত্র এবং মদিনার মানচিত্র


হজ্জ্বের মাসলা-মাসায়েল:

এক নজরে হজ্জ্বের চিত্র:

মদিনার মানচিত্র:




Thursday, March 6, 2014

আজ হজে কাফির-মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণার দিবস

আজ হজে কাফির-মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণার দিবস


আজ হজযাত্রীরা  পবিত্র হজ্বের  একটি ফরজ বা অবশ্য-পালনীয় অনুষ্ঠান হিসেবে কাফির-মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেবেন  পবিত্র মক্কায়। 

সুরা তওবার প্রথম আয়াতের নির্দেশ অনুযায়ী প্রতি বছর হজের সময় এই বিশেষ অনুষ্ঠানটি পালন করা হয়।  এই আয়াতে বলা হয়েছে, بَرَاءَةٌ مِنَ اللَّهِ وَرَسُولِهِ إِلَى الَّذِينَ عَاهَدْتُمْ مِنَ الْمُشْرِكِينَ
- সম্পর্কচ্ছেদ করা হল আল্লাহ ও তাঁর রসূলের পক্ষ থেকে সেই মুশরিকদের সাথে, যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে।

উল্লেখ্য, মহান আল্লাহর আদেশে এই আয়াতটি হজের অনুষ্ঠানে পড়ে শোনানোর জন্য নির্দেশ দিয়েছিলেন বিশ্বনবী (সা.)। আর ওই নির্দেশের ভিত্তিতে  আমিরুল মুমিনিন আলী (আ.) তা পড়ে শোনান।   সেই থেকে পবিত্র মক্কায় ও কাবাঘরের আশপাশে কাফির-মুশরিকদের প্রবেশ নিষিদ্ধ হয়েছিল।

পবিত্র কুরআনে সুরা মায়েদার ৫১ নম্বর আয়াতে বলা হয়েছে: “হে ঈমানদারগণ! তোমরা ইহুদি ও খ্রিস্টানকে বন্ধু বানাবে না। তারা অর্থাত ইহুদি ও খ্রিস্টানরা পরস্পরের বন্ধু। আর যে তাদের সাথে মিতালী বা বন্ধুত্ব করবে সে অবশ্যই তাদের বলে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে হেদায়াত করেন না। 

শয়তান ও খোদাদ্রোহী শক্তির বিরুদ্ধে ঘৃণা প্রকাশ এবং ইসলামী ঐক্য জোরদার হজ্জের অন্যতম উদ্দেশ্য। আর এ জন্যই হজযাত্রীরা শয়তানের প্রতীকি স্তম্ভে পাথর নিক্ষেপ করে থাকেন।

হজ্জ্ব এর ছবি: ঈমানদারদের জন্য প্রাণজুড়ানো ছবি- দেখুন প্লীজ

হজ্জ্ব  এর ছবি: ঈমানদারদের জন্য প্রাণজুড়ানো ছবি- দেখুন প্লীজ

হজ্বের ছবিগুলো আমার কাছে খুবই ভাল লেগেছে তাই সবার সাথে শেয়ার করলাম । ২০১০ সালের হজ্জ্ব  এর ছবি । সেই বছর রেকর্ড সংখ্যক হজ্জ যাত্রী হজ্জ্ব করতে গিয়েছিলেন যা ছিল অপ্রত্যাশিত । ৩.৪ মিলিয়ন হজ্জ্বযাত্রী ৫দিন ধরে হজ্জ্ব পালন করেন ।

১। প্রার্থনারত অবস্থায় আল নূর পর্বতের উপরে একজন হজ্জ্বযাত্রী  ।

২। সৌদি আরব এর পবিত্র শহর মক্কা নগরীর নূর পর্বতের উপরে থেকে তোলা একটি অসাধারণ দৃশ্য ।
৩। জাবালে নূর: সৌদি আরবের মক্কা আল-মুকাররমার অন্যতম একটি ঐতিহাসিক পাহাড়। এটি ক্বাবা ঘরের উত্তর-পূর্বে অবস্থিত। এটি ঐতিহাসিক গুরুত্ব লাভ করার কারণ হচ্ছে, নবী মুহাম্মদ এ পাহাড়ের গুহায় আল্লাহর ইবাদত করেন এবং প্রথম ওহী লাভ করেন
মানুষ হেরা গুহায় প্রবেশ করছে

৪। একজন হজ্জযাত্রী তছবী পড়ছেন ।

৫। 

৬।


৭।হাজার হাজার হজ্জ্বযাত্রীদের জন্য  ঘনবসতিপূর্ণ তাঁবু  যা মক্কার কাছাকাছি মিনায় অবস্থিত ।


৮। মুসলিম হজ্জ্বযাত্রীরা সৌদি আরবের মক্কায় অবস্থিত বৃহত্তর মসজিদের বাইরে নির্মিত রাস্তায় হেটে যাচ্ছেন ।  
http://i.imgur.com/o5AJX.jpg

৯। আরাফাত পর্বতের পাথুরে পাহাড় মুসলিম হজ্জ্বযাত্রীদের যেতে দেখা যাচ্ছে ।  
http://i.imgur.com/TPhb8.jpg

১০। হাজার হাজার হজ্জ্বযাত্রীদের  মাঝখানে একটি অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে সৌদি পবিত্র শহর মক্কা এর দক্ষিণপূর্ব, আরাফাত পর্বতের নিকট নামিরা নামক মসজিদে। মহানবী (সা: ) এখানেই বিদায় হজ্জ্বের ভাষণ দিয়েছিলেন । এই দিনে হজ্জ্বযাত্রীরা কুরআন পাঠ করেন ।
http://i.imgur.com/Kga7I.jpg 

১১। সৌদি আরবের মক্কা কাছাকাছি নামিরা মসজিদের বাইরে মুসলিম হজ্জ্বযাত্রীরা প্রার্থনারত অবস্থায়
http://i.imgur.com/2KXIB.jpg

১২। হজ্জযাত্রীরা নামিরা নামক মসজিদে নামায আদায় করছেন । 
http://i.imgur.com/WToLC.jpg

১৩। একজন মুসলিম পুরুষ নূর পর্বতের উপর হেরা গুহা পরিদর্শন করছেন ।  
http://i.imgur.com/iAbLY.jpg

১৪। পবিত্র মক্কা শহরের বাইরে আরাফাত পর্বতের উপর একজন হজ্জ্বযাত্রী তার কন্যাকে কোলে নিয়ে যাচ্ছেন ।  
http://i.imgur.com/xYTRv.jpg

১৫। সৌদি আরব,মক্কার কাছাকাছি আরাফাত পর্বতের পাশে হজ্জ্বযাত্রীরা প্রার্থনায়রত ।
http://i.imgur.com/ySqwl.jpg 

১৬।  সৌদি আরব,মক্কার কাছাকাছি আরাফাত পর্বতে আরোহন করছেন হজ্জ্বযাত্রীরা
http://i.imgur.com/Sg5P1.jpg

১৭। একজন হজ্জ্বযাত্রী আল নূর পর্বতের উপর কুরআন পাঠ করছেন ।  
http://i.imgur.com/NSQpS.jpg

১৮। হজ্জ্বযাত্রীরা মক্কার কাছাকাছি মিনাতে বিশ্রাম নিচ্ছেন  ।  
http://i.imgur.com/zwyHN.jpg

১৯। জাবাল আল রাহমা নামক খুঁটিতে মাথা ঠেকিয়ে বিশ্রাম নিচ্ছেন একজন হজ্জ্বযাত্রী ।  
http://i.imgur.com/LdDZX.jpg





২০। জাবাল আল রাহমা স্তম্ভে হজ্জ্বযাত্রীরা স্পর্শ এবং লিখছেন ।
http://i.imgur.com/46bsZ.jpg 

২১। আরাফাত পর্বতের উপর হজ্জ্বযাত্রীর নামায আদায় করছেন ।
http://i.imgur.com/s8jr9.jpg

২২। সূর্যাস্তের সময় একজন মুসলিম পুরুষ আরাফাত পর্বতের উপর প্রার্থনা করছেন 
http://i.imgur.com/SH88J.jpg

২৩। নূর পর্বতের উপরে দাড়িয়ে একজন মুসলিম কোথায় হেরা গুহা তা দেখছেন ।  
http://i.imgur.com/GN1IC.jpg

২৪। আবরাজ আল বাঈত টাওয়ার উপর হতে বৃহত্তর মসজিদ এবং  চার মুখবিশিষ্ট ঘড়ি দেখা যাচ্ছে  
http://i.imgur.com/p1wyd.jpg

২৫। সদ্য সমাপ্ত আবরাজ আল বাইত টাওয়ারস এর উপরে বৃহদায়তন নতুন ঘড়ি । 
http://i.imgur.com/pM0JK.jpg 

২৬। বৃহত্তর মসজিদের কেন্দ্রে মুসলিম হজ্জ্বযাত্রীদের বৃত্ত  
http://i.imgur.com/nfx2U.jpg

২৭। কেন্দ্রীয় মসজিদের ভেতরে সহস্রাধিক মুসলিম হজ্জ্বযাত্রী নামাযরত অবস্থায়  
http://i.imgur.com/1yNqo.jpg

২৮। শুক্রবারে কেন্দ্রীয় মসজিদের সামনে হজ্জ্বযাত্রীদের নামাযের একাংশ ।  
http://i.imgur.com/X3ApU.jpg

২৯। ছায়া এবং সূর্যরশ্মি, হাজার হাজার মুসলিম হজ্জ্বযাত্রীদের মসজিদের ভেতরে প্রার্থনারত অবস্থায়
http://i.imgur.com/qgygl.jpg  

৩০। কাবার চারপাশে হাটার কাজ সম্পাদন করে হজ্জ্বযাত্রীরা কাবা শরীফের সোনার দরজা স্পর্শ করছেন 
http://i.imgur.com/bdWt8.jpg

। একজন মুসলিম হ্জ্জ্বযাত্রী নূর পর্বতের উপরে প্রার্থনায়রত ।
http://i.imgur.com/KCnup.jpg

৩২। কাবার মসজিদের উপরের তলায় প্রাথৃনারত অবস্থায় একজন হাজ্জী
http://quransunnahralodotcom.files.wordpress.com/2013/09/shuaib_dua.jpg



৩৫।হজ্জ্বে বিভিন্ন স্থানে দোয়ারত কিছু ছবি নীচে দেয়া হল:

Hajj 2013

Hajj 2013









































































Source: http://forum.projanmo.com and others
বিঃ দ্রঃ - উপরের ছবিগুলো দেখুন- এখানে অনেকগুলো ছবিই দোয়ারত। যারা বলে “আমরা হজ্জ্বে গেছি-সেখানে দোয়া নাই” তারা যে সঠিক বলে না তা বলাই বাহুল্য। 

Sunday, March 2, 2014

হজের দোয়াসমূহ

হজের দোয়াসমূহ


পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ'র নামে শুরু করছি। আসসালামু আলাইকুম।

ইসলামের মৌলিক পাঁচটি ফরযের অন্যতম হলো আল্লাহ'র সন্তুষ্টির উদ্দেশ্য হজ্জ পালন করা। গুরত্বপূর্ণ এই ফরয যথাযথভাবে আদায়ের লক্ষ্যে প্রত্যেক হজ্জ প্রত্যাশীরই হজ্জের নিয়মাবলী ও মাসায়িল সঠিক ভাবে জেনে নেয়া অবশ্য কর্তব্য হজ্জের সফর নিয়ে মানুষের মাঝে অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। কিছু কিছু ধারণার কারণে হজ্জের সফর মানুষের কাছে একটি কষ্টকর ও চ্যালেঞ্জিং কাজ হয়ে দাঁড়ায়।
একটি বহুল প্রচলিত ধারণা হচ্ছে হজ্জে গেলে অনেক "দুআ" জানা লাগে। এই "দুআ" মুখস্ত করার ভয় অনেকের জন্যেই নিরুৎসাহ প্রদান করে থাকে। কিন্তু আসলে এই ধারণাটি একেবারেই অবান্তর। একজন হজ্জ প্রত্যাশীর অবশ্য কর্তব্য হবে হজ্জের আমলগুলোর মাঝে কোনটি ফরয, কোনটি সুন্নত, কোনটি ওয়াজিব ও কোনটি নফল তা সঠিক ভাবে জেনে নেয়া।
বাংলাদেশে অনেক বইতেই দেখা যায় তাওয়াফ (নিয়ম অনুসারে কাবা ঘর প্রদক্ষিণ করা) ও সায়ী (নিয়ম অনুসারে সাফা-মারওয়া পাহাড় যাওয়া আসা) এর "প্রতি চক্করের জন্য" দীর্ঘ দুআ বর্ণনা করা। এই দুআ দেখে অনেককেই ঘাবড়ে যেতে দেখা যায়। দ্বীনের যে কোন ক্ষেত্রেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম কে অনুসরণ করবো। তাওয়াফ ও সায়ীর সময়ে প্রতি চক্করে আলাদাভাবে যেই দীর্ঘ দুআ গুলো বিভিন্ন হজ্জ গাইডে উল্লেখ করা আছে, সহীহ হাদীসে সেগুলোর বর্ণনা পাওয়া যায়না।
সম্পূর্ণ হজ্জের সফরে একটি দুআ ব্যাতীত আর কোন দোয়া নেই যা আপনাকে অবশ্যই পড়তে হবে। তবে হ্যা, সুন্নাহ অনুসারে আপনি অন্যান্য দোয়া করতে পারেন, সেক্ষেত্রে যিনি সুন্নাত পালন করছেন, তিনি সুন্নতের সওয়াব পাবেন, ইনশাল্লাহ। আর সুন্নত পালনের মর্তবা অনেক উপরে। পবিত্র কুরআনে আল্লাহ তা'লা ইরশাদ করেছেনঃ
যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে প্রকৃতভাবে আল্লাহর-ই আনুগত্য করে (সূরা নিসাঃ৮০)
হজ্জের সফরে প্রতিটি কাজে আমরা চেষ্টা করবো রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম কে অনুসরণ করার। যেমন তাওয়াফ এর সময় রুকনে ইয়ামীনী কর্ণার থেকে হাজরে আসওয়াদ এ যাওয়ার সময় রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম থেকে নিম্নোক্ত আয়াতটি পড়ার বর্ণনা রয়েছেঃ (আবু দাঊদ, ১:২৬০/ বাইহাকী, ৫:১৩৭)

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ


[البقرة :201]
নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম) যে সকল দোয়া পড়তেন তা পরবর্তী পর্বগুলোতে আসবে, ইনশাল্লাহ।
এবার জেনে নেয়া যাক সেই দুআ সম্পর্কে যেটা হজ্জের সফরে অবশ্য পাঠ্য। এই দুআটি অনেকেই ছোটবেলা থেকে শুনতে শুনতে মুখস্তও করে ফেলেন!
দুআটিকে বলা হয় "তালবিয়া"।

বুখারী (১:১১০), মুসলিম (১:৩৭৫), তিরমিযী (১:১৬৯) ও অন্যান্য হাদীসগ্রন্থে বর্ণীত তালবিয়ার শব্দগুলো নিম্নরূপঃ


لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَشَرِيْكَ لَكَ


লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাই্কা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়া'মাতা লাকাওয়াল মুলক, লা শারীকা লাক।
অর্থঃ আমি উপস্থিত আয় আল্লাহ! আমি উপস্থিত, আমি উপস্থিত, আপনার কোন শরীক নাই, আমি উপস্থিত; নিশ্চয়ই সকল প্রশংসা ও সকল নিয়ামত আপনারই, আর রাজত্বও আপনার; আপনার কোন শরীক নাই।
(এখানে উল্লেখ্য যে, বাংলা হরফে তালবিয়ার উচ্চারণ লিখলে অর্থ ও উচ্চারণ বিকৃত হয়ে যায়, এ জন্যে বাংলায় উচ্চারণ পড়ার চেয়ে আরবী থেকে সরাসরি পড়ে নেয়া উচিত। কেউ আরবী পড়তে না পারলে বিশুদ্ধরূপে পাঠকারী থেকে শুনে শুনে তালবিয়া শিখে নিতে সচেষ্ট হবেন। )
তালবিয়া পড়ার ফযীলতঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখনই কোনো মুসলিম (হজ্জ বা উমরাহ'র জন্য) তালবিয়া পাঠ করে, তখন তার ডান ও বাম দিকে পৃথিবী শেষ সীমা পযর্ন্ত যত পাথর, বৃক্ষ ও মাটির চাকা রয়েছে, সব কিছুই তার সাথে তালবিয়া পাঠ করে। (তিরমিযী, ১:১৭০/ইবনু মাজাহ, পৃঃ ২০৯)
এই দুআটি'র অর্থের দিকে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ'র কাছে নিজেকে পরিপূর্ণ ভাবে সমর্পণ করছেন। বান্দা এই দোয়ার মাধ্যমে নিজেকে উজাড় করে দিচ্ছেন পরম করুণাময়ের কাছে। এই দোয়ার মাধ্যমে আপনি সেই স্বত্তার কাছে নিজেকে উপস্থিত করছেন, এই বিশ্ব-চরাচরের সমগ্র রাজত্ব যার অধীনে। সেই স্বত্তার কাছে আপনি উপস্থিতি জানাচ্ছেন যার জন্যেই সকল প্রশংসা এবং সকল নিয়ামত যার কাছ থেকেই আমরা পেয়ে থাকি। দোয়াটি পাঠ করার সময় শুধু গড়গড় করে উচ্চারণ না করে, "নিজেকে আল্লাহ তা'লার কাছে বিনীত ভাবে সমর্পণ করছি এবং তার অপার মহিমা ঘোষণা করছি" এই উপলদ্ধি ধারণ করা জরুরী। তালবিয়া পড়ার বিস্তারিত মাসায়িল আরেকটি লেখায় প্রকাশ করা হবে।
তালবিয়া ব্যাতীত হজ্জের কার্যাবলীর মাঝে এমন কোনো দুআ নেই, যা না পড়লে হজ্জ হবেই না। কাজেই আরবী দুআ পড়তে না পারলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, নিরুৎসাহিত হওয়ার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে দোয়া করতেন আমরাও সেভাবে দোয়া করার চেষ্টা করবো। এবং আল্লাহ তা'লা অবশ্যই আপনার জন্যে তা সহজ করে দিবেন।
দুআ শিখে নিতে কেউ কেউ দেখা যায় তাওয়াফ ও সায়ীর সময় বই নিয়ে যান এবং বিভিন্ন বইয়ে বর্ণীত তাওয়াফ ও সায়ীর "প্রতি চক্করের" জন্যে "ভিন্ন ভিন্ন" দুআ বই দেখে পড়তে থাকেন। কেউ কেউ না বুঝে অতি কষ্টে এই দোয়া পড়তে গিয়ে অযথাই সমস্যার সম্মুখীন হন । বই দেখে বা অন্যের মুখে উচ্চারণ শুনে অশুদ্ধ উচ্চারণে দুআ পড়ে, তার চেয়ে নিজ ভাষায় দু'আ করাই উত্তম।
নিশ্চয়ই আল্লাহ পৃথিবীর সকল ভাষায়ই বোঝেন। অবশ্য কারো যদি আরবী কোন দুআ মুখস্ত থাকে এবং বিশুদ্ধভাবে তা পড়তেও পারে, তবে "অর্থের" প্রতি লক্ষ্য রেখে তা পড়াই ভাল। (আহকামে হজ, পৃঃ৫০-৫১)